• -

উপাধ্যক্ষের বানীঃ

 

একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার কোন বিকল্প হতে পারে না। জীবনকে মহিমান্বিত ও আলোকিত করেছে আদর্শ শিক্ষাই। শিক্ষার মান অর্জনেররে মাধ্যমে মানব সভ্যতাকে নিয়ে এসেছে আজ দূর্গম পাহাড়ের চূড়ায়, মানবজাতি অফুরন্ত সম্পদ, চমকপদ নানান আবিস্কার, হাতের মূঠোয় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রকৃত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানই একমাত্র মাধ্যম যার মধ্য দিয়ে নিবিড় পল্লী অঞ্চল থেকে আধুনিক শহর পর্যন্ত সকল জনগোষ্ঠিকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে। নবকাম পল্লী ডিগ্রি কলেজ কুমার নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রয়ফসর মিঞা লুৎফার রহমান ১৯৯৪ সালে ফরিদপুর জেলার সালথা থানায় যদুনন্দী গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা জনাব সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার সুযোগ্য পুত্র জনাব আয়মন আকবর চৌধুরী বাবলু এর নিজস্ব তত্বাবধানে কলেজটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নবকাম অঞ্চলের শিক্ষা বিস্তারে দিড় যুগেরও অধিককালে ধরে নবকাম পল্লী ডিগ্রি কলেজ বিশেষ ভূমিকা পালন করে আসছে। ধূমপান ও রাজনীতিমুক্ত এ প্রতিষ্ঠানটি শিক্ষা এবং সম্পূরক কার্যক্রমে যথেষ্ঠ সুনাম ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে।

 

Nabokam Polli University College
Post Office: Jadunandi, Upazila: Shaltha, District: Faridpur
Phone: 01712-614704, 01712-367647

Copyright © 2024. reserved by নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ. Design & Developed by DINBODOL.COM

S5 Box