• -

 

অধ্যক্ষের বাণীঃ

মোঃ ওবায়দুর রহমান

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ


একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে জ্ঞান বিজ্ঞানের স্রোত ধারায় উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাহীন হবার প্রধান অবলম্বন হল সুশিক্ষিত মানব সম্পদ। এ মূল্যবান মানব সম্পদ উন্নয়নে সন্দেহাতীত ভাবে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক মন্ডলী। তাই এলাকার উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে ও শিক্ষার আলো সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দেবার জন্য ১৯৯৪ সালে চার উপজেলার মিলন কেন্দ্রে কুমার নদীর পূর্ব পাড়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে শিক্ষা বঞ্চিত হত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মিঞা লুৎফার রহমান কলেজটি প্রতিষ্ঠা করেন।

কৃতজ্ঞতা প্রকাশ করছি কলেজ প্রতিষ্ঠা লগ্নে সকল স্তরের সার্বিক সহযোগিতাকারী ব্যক্তি বর্গের প্রতি। যাদের প্রচেষ্ঠায় ও দোয়ার আশির্বাদে প্রতিষ্ঠানে সেবা প্রদানের আসনে অধিষ্ঠিত হয়েছি মহান আল্লাহ তালার নিকট তাদের সার্বিক মঙ্গল কামনা ও চিরঋনী স্বীকার করছি।

বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা জনাব সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার পুত্র জনাব আয়মন আকবর চৌধুরী বাবলু এর নিজস্ব তত্বাবধানে কলেজটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এ কলেজে রয়েছে এক দক্ষ, কর্মতৎপর ও বিদ্যানুরাগী গভর্নিং বডি, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা। এ কলেজটি সম্পূর্ণ রাজনীতি ও ধূমপান মুক্ত। এখানে আছে উচ্চ শিক্ষার প্রাথমিক সোপান উচ্চ মাধ্যমিক, রয়েছে ৭টি বিষয়ে অনার্স, ২টি বিষয়ে মাস্টার্স কোর্স এছাড়াও এইচএসসি(বিএম) ও উন্মূক্ত বিশ্ব বিদ্যালয় কার্যক্রম চালু আছে।

আদর্শ ও উদ্দেশ্যের  সম্মিলনে সমাজের সকলের সহযোগীতাই আমাদের কাম্য। আমাদের এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়নে গঠন মূলক সমালোচনাসহ সুশীল সমাজের সকল মহলের মূল্যবান পরামর্শ এবং সহযোগিতা নিয়ে Team work  এর মাধ্যমে কলেজটিকে সকলরে জন্য শিক্ষা উন্নয়ন বান্ধব হিসেবে পরিচিতি করে তুলতে চাই।

-ধন্যবাদ,নবকাম পরিবারের পক্ষ থেকে।

 

Nabokam Polli University College
Post Office: Jadunandi, Upazila: Shaltha, District: Faridpur
Phone: 01712-614704, 01712-367647

Copyright © 2024. reserved by নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ. Design & Developed by DINBODOL.COM

S5 Box