• -

কলেজের মূল গেট।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের দেয়ালচিত্র।

কলেজের শহিদ মিনার।

শিক্ষক মণ্ডলী।

অনার্স ভবন

স্নাতক ভবন

দক্ষিণ পার্শ্বের টিনসেট ভবন।

কলেজের খেলার মাঠ।









নোটিশ

নবকাম পল্লী কলেজের গভর্নিং বডি গঠন ২০২২-২৪ এর অভিভাবক শ্রেণির প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানকারী ৬(ছয়) জন বৈধ প্রার্থীর মধ্য থেকে ১(এক) জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় অবশিষ্ট ৫(পাঁচ) জন প্রার্থীর চূড়ান্ত তালিকা নিম্নে প্রকাশ করা হলো।

বিস্তারিত দেখতে পাশের আইকনটিতে ক্লিক করুন 

নবকাম পল্লী কলেজ-এর অভিভাবক নির্বাচন-২০২২ এর খসড়া ভোটার তালিকা দেখতে নিচে ক্লিক করুন।

Click here...

১৫ আগস্ট, ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নবকাম পল্লী ডিগ্রি কলেজ অনলাইনে চলচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
সিনেমার নাম:
কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছা্ত্রী এবং শোভাকাঙ্খিদের নিচের লিংক থেকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করা হলো।
লিংক:

অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে 05/04/2023 ইং তারিখ হতে 2022-23 শিক্ষাবর্ষে নিম্নোক্ত ৭টি বিষয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে।

  1. গার্হস্থ্য অর্থনীতি
  2. ইসলামের ইতিহাস
  3. রাষ্ট্রবিজ্ঞান
  4. সমাজ কর্ম
  5. মার্কেটিং
  6. হিসাব বিজ্ঞান
  7. ব্যবস্থাপনা

 

ভর্তি আবেদন লিংক


** ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে কলেজ থেকে আবেদন করতে পারবে। **

কলেজের কথা

কলেজের কথাঃ

নগরকান্দা (বর্তমান সালথা), বোয়ালমারী, কাশিয়ানী ও মুকসুদপুর এই চার উপজেলার মিলিত প্রান্তিক এলাকার মানুষ আবহমান কালথেকে শিক্ষা ও উন্নয়ন বঞ্চিত অবহেলিত জনপদ। মানবজীবনের উন্নয়নের মূল উপাদান শিক্ষা । এলাকার শিক্ষা সম্প্রসরণের জন্য ১৯৬৫ সাল থেকে অক্লান্ত শ্রম দিচ্ছেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক ,সমাজ সেবক প্রফেসর মিঞা লুৎফার রহমান।

তিনি এই প্রান্তিক এলাকায় ১৯৯৪ সালে(ন-নগরকান্দা, ব-বোয়ালমারী, ম-মুকসুদপুর, ক-কাশিয়ানী=নবকাম) নামকরণ করে উচ্চ শিক্ষা সম্প্রসারণে দক্ষিণ অঞ্চলের ব্যতিক্রমধর্মী বিদ্যাপিঠ নবকাম পল্লী কলেজ টি স্থাপন করেন।

হাটি হাটি পা পা করে এই কলেজটি বর্তমানে বিশ্ববিদ্যালয় কলেজে পরিনত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান শাখা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা(বিএম) শাখায় কম্পিউটার অপারেশন ট্রেড, হিসাব রক্ষণ ট্রেড, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সে বিএ, বিএসএস ও বিবিএস সহ স্নাতক সম্মান শ্রেণিতে মোট সাতটি বিষয়ে ১। বিএসসি (অনার্স) গার্হস্থ্য অর্থরীতি, ২। বিএ (অনার্স) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ৩। বিএসএস (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান, ৪। সমাজকর্ম, ৫। বিবিএ (অনার্স) মার্কেটিং, ৬। হিসাব বিজ্ঞান, ৭। ব্যবস্থাপনা এবং দুটি বিষয়ে এমএসএস ( মাস্টার্স) সমাজকর্ম, এমবিএ (মাস্টার্স) ব্যবস্থাপনা বিভাগে পাঠদান চলছে।

উন্মূক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও ডিগ্রি বিএ/বিএসএস কোর্সে অধ্যায়ন চলছে।

এখানেই শেষ নয় প্রফেসর মিঞা লুৎফার রহমান বার্ধক্যে পরিণত হলেও ২৫ বছরের অদম্য যুবকের মত শিক্ষা সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।

একাডেমিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অচিরেই আরো দুটি বিষয়ে অনার্স (বাংলা ও ইংরেজি) ও মাস্টার্সে  ফাইনাল কোর্সে হিসাব বিজ্ঞান, এবং মাস্টার্স

প্রিলিমিনারী কোর্সে গার্হস্থ্য অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ, হিসাব বিজ্ঞান কোর্স খোলার সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রফেসর মিঞা লুৎফার রহমান এলাকার শিক্ষা প্রেমিক জনগনের সাহায্য সহযোগিতায় নবকাম এলাকায় শিক্ষা ক্ষেত্র শীর্ষ অবস্থানে আনবেন।

সাম্প্রতিক ঘটনাবলী

সাম্প্রতিক ঘটনাবলী-৩

PDF

শেরে বাংলা স্মৃতি পদকঃ

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান শিক্ষায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা স্মৃতি পদক গ্রহণ করছেন অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহিদুল হারুন এর কাছ থেকে।



বিস্তারিত

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে একুশ উদযাপনঃ

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। এ উপলক্ষে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে ব্যাপক আয়োজন করা হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন অধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষক মন্ডলী। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এর পর পুস্পস্তবক অর্পন এবং সকাল ৮টা ৩০ মিনিটে নবকাম অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ শোভা যাত্রা বের করা হয়। এর পর আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা হয়। এবার অধ্যক্ষ মহোদয় ও গভর্নিং বডির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।

 


বিস্তারিত

Nabokam Polli University College
Post Office: Jadunandi, Upazila: Shaltha, District: Faridpur
Phone: 01712-614704, 01712-367647

Copyright © 2024. reserved by নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ. Design & Developed by DINBODOL.COM

S5 Box