শনিবার, 15 অক্টোবর 2011 10:16

প্রোগ্রামিংয়ের নতুন ভাষা ‘ডার্ট’2 Featured

Written by  Administrator
Rate this item
(0 votes)

ডার্ট নামের একটি প্রোগ্রামিং ভাষা আনছে গুগল। জাভার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে ডার্ট। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ডার্ট নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামারদের কাজে লাগবে এবং জাভায় যে ঘাটতি রয়েছে সেটি ডার্ট পূরণ করতে সক্ষম হবে।

ডার্ট-এর প্রোগ্রামার এবং প্রকল্প পরিচালক লার্স বাক ডেনমার্কে অনুষ্ঠিত গোটু কনফারেন্সে ডার্টের বিস্তারিত জানিয়েছেন।

বাক জানিয়েছেন, আমরা যদি সময়ের সঙ্গে ওয়েবকে আরো উন্নত করতে চাই, আমাদের নতুন কিছু উদ্ভাবন করতে হবে, যার মধ্যে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও রয়েছে।

গুগল কর্তৃপক্ষ ডার্ট ল্যাঙ্গুয়েজ সাইট নামে একটি ওয়েবপেজও খুলেছে; যাতে ওপেন সোর্স টুলভিত্তিক ডার্ট প্রোগ্রাম লেখা, কোড স্যাম্পল, টিউটোরিয়াল, সফটওয়্যার লাইব্রেরিসহ ফোরাম রাখা হয়েছে।

Last modified on বুধবার, 11 ডিসেম্বর 2013 14:05
Administrator
back to top